বেনাপোল পুলিশের হাতে ইয়াবা ও গাঁজা সহ আটক ২,


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১০, ৭:৫৭ অপরাহ্ন /
বেনাপোল  পুলিশের হাতে ইয়াবা ও গাঁজা সহ আটক ২,

প্রকাশিত,১০, ফেব্রুয়ারি,২০২৪

সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ জহিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

শনিবার(১০ফেব্রুয়ারি) বিকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, গোপন খবর আসে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বেচাকেনা করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে ভবেরবেড় গ্রামস্থ ভবেরবেড় পুকুরপাড় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত জহিরুল নিকট হইতে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।

একই দিনে অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল সাকিনস্থ ধৃত আসামী সিরাজুল ইসলাম এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর , হতে ধৃত আসামী সিরাজুল ইসলাম এর কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১০/২/২৪