প্রকাশিত,১২, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১২ টি স্বর্ণের বার সহ জালাল উদ্দীন (৩৭), আজমীর (২০) ও নুরুজ্জামান (৩৮) নামে ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
শনিবার (১২ অক্টোম্বর)সকালে সীমান্তের বারোপোতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়।
আটকৃতরা হলো,জালাল উপজেলা পুটখালি গ্রামের আলী কদমের ছেলে , নুরুজ্জামান ও আজমির একই গ্রামের রুহুল আমিন এবং আনার উদ্দীনের ছেলে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।তথ্যের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে ৩জনকে আটক করে।পরে তাদেরকে তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।উক্ত স্বর্ণের বারগুলো ০১ জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটর সাইকেল থানায় মামলা দিয়ে হস্থান্তর করা হয়েছে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১২/১১/২০২৩
আপনার মতামত লিখুন :