বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর  ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৪, ১১:৪৫ অপরাহ্ন /
বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর  ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন।

প্রকাশিত,০৪,নভেম্বর

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:

যশোরের
বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য যশোর এর কৃতিসন্তান তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যুবাষিৃকী পালিত হয়েছে।

সোমবার(৪নভেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা ও বেনাপোল পৌর  কৃষক দলের আয়োজনে উপজেলা কৃষক দলের  সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জাতিয়তাবাদি যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম, বিএনপি নেতা আমির আলী, কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, যশোরের কৃতিসন্তান জননেতা তরিকুল ইসলাম ছিলেন একজন দক্ষ সাংগঠনিক এবং দেশ প্রেমী নেতা। তিনি শুধু যশোর নয় সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে গেছেন। তার মত নেতার অনুপস্থিতী আমরা আজ অনুভব করি। তিনি ছিলেন এই জনপদের একজন অভিভাবক। তার দীর্ঘ রাজনীনৈতীক জীবনে কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। তিনি ছিলেন একজন সাহসী রাজনীতিবিদ।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৪/১১/২৪