বেনাপোলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-০২, ৫:১৬ অপরাহ্ন /
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী  নিহত ।

প্রকাশিত,০২, আগস্ট,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্টে বড় আঁচড়া সরকারি প্রাইমারি স্কুলের পাশে রপ্তানি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে আনিকা (১২) নামে স্কুল ছাত্রী নিহত হয়।

বুধবার (২য়ে আগস্ট)সকাল১০টার দিকে স্কুলে যাবার পথে ঢাকা মেট্রো ট,২২ -১৭২৪ নাম্বার ট্রাকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী উপজেলার বড় আঁচড়া গ্রামের আলমগিরের মেয়ে। সে বেনাপোল গার্লস স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো।

উপস্থিত স্থানীয়রা জানায়,ভারতে রপ্তানীমুখী ১০চাকার ট্রাকটি রাস্থার টার নিং ঘোরানোর সময় পিছনের ডাবল চাকায় পিষ্ট হয়।সাধারণ জনতা মেয়ে টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে যশোরের রিফাট করলে যাওয়া পথো রাস্তায় মারা যায়

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি ।তবে এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২/৮/২৩