বেনাপোলে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৩আসামি গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২১, ৯:০২ অপরাহ্ন /
বেনাপোলে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৩আসামি গ্রেফতার।

প্রকাশিত,২১, জুলাই,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৩আসামি আটক করেছে পোট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০জুলাই) রাত থেকে সকাল পযর্ন্ত অভিযানে তাদেরকে আটক করা হয়।

পোটথানা পুলিশ জানায়,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে অদ্য ২১/০৭/২০২৩খ্রিঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি ১। ফারুক হোসেন (২৩), পিতা-আঃ করিম, সাং-মানকিয়া উত্তরপাড়া, ২। মিন্টু মিয়া (৩৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-মানকিয়া উত্তরপাড়া, ৩। জাহিদুল ইসলাম, পিতা-জাবেদ আলী, সাং-সাদিপুর দুলিয়া রোড, ৪। মিজানুর রহমান, পিতা-মোঃ আব্দুল কাশেম, সাং-সাদিপুর ঘেয়াঘাটপাড়া,৫। হাসান (৩০), পিতা-মৃত রোক্কাঘ রক্কা মিয়া, মাতা-খুকিঘ শাহানারা, সাং-ভবেরবেড় (পূর্বপাড়া), ৬। নাসরুল ইসলাম (৩৩), পিতা-মৃত জানে আলম, সাং-ভবেরবেড়, ৭। রিপন, পিতা-মোঃ বাবুল হাওলাদার ৥ বাবু, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, ৮। জাহিদুর ৥ জাহিদুল ইসলাম (২৯), পিতা-জুনাব আলী, সাং-ঝিকরগাছা, এ/পি সাং-মানকিয়া উত্তরপাড়া, ৯। টটুল শেখ (৩২), পিতা-মৃত আবু তাহের শেখ (তাহের), মাতা-আলেয়া বেগম, স্ত্রী-হাসিনা বেগম, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, ১০। সাইদুল ইসলাম (৪০), পিতা-মৃত সুখচাদ, মাতা-জরিনা খাতুন, সাং-সাদীপুর, ১১। আব্দুল করিম (৫২), পিতা-মৃত কদম আলী মোড়ল, সাং-মানকিয়া উত্তরপাড়া, ১২। সুমন হোসেন (২৪), পিতা-মোঃ মশিয়ার রহমান, মাতা-বকুল খাতুন, সাং-বড় আচড়া, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা যশোর এছাড়া নাহিদ হাসান (২০) পিং ওমর লাইচ সাং- কৃষ্ণ, নগর- থানা ঝিকরগাছা কে ৩ বোতল মদসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২১/৭/২৩