প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মালামাল ডিএম করা কে কেন্দ্র করে কাস্টমস কর্মকর্তাকে লাঞ্চিত করায় রোখসানা নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে কাস্টমস।
এ ব্যাপারে কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৫ তারিখ ০২/০৯ /২০২৩ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে।
চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ভারত থেকে আসা বাংলাদেশী নাগরিক রোখসানা (৩৭), পিতাঃ নুরু ইসলাম, সাংঃ বসিলা, থানাঃ মোহাম্মদপুর, জেলা- ঢাকা,যার পাসপোর্ট নাম্বার A06067864, মালামাল ডি এম করতে চাইলে বেনাপোল কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা সাবেরা শারমিন সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঐ নারী কাস্টমস কর্মকর্তার জামার কলার ধরে লাঞ্চিত করে ।
সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ইমদাদ বিষয়টি নিশ্চিত করে বলেন চেকপোস্ট কাস্টমস থেকে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে।কাস্টমস বাদী হয়ে একটি মামলাও করেছেন।
প্রেরক
সোহাগ হোসেন বেনাপোল
০২/০৯ /২০২৩
আপনার মতামত লিখুন :