প্রকাশিত,১৬,ডিসেম্বর,২০২৩
সোহাগ বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বারপোতা গ্রাম থেকে ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার(১৬ডিসেম্বর)সকালে নিষিদ্ধ ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন খলসী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের উত্তর বারোপোতা গ্রামস্থ চারা বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে অবৈধ ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোরে
১৬/১২/২৩