বেনাপোলে আবারো ৭২ঘন্টা পর শক্তিশালী ২১টি ককটেল বোমা উদ্ধার ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২১, ৯:০০ অপরাহ্ন /
বেনাপোলে আবারো ৭২ঘন্টা পর শক্তিশালী ২১টি ককটেল বোমা উদ্ধার ।

প্রকাশিত,২১, নভেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় র‌্যাব-৬, এর অভিযানে ২১টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকৃত ককটেল বোমাগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়,গতকাল রাতে একটি পৃথক অভিযানে বেনাপোল ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে ১ টি বালতি ভর্তি (২১ টি) ককটেল বোমা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারতো।

র‌্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দতালিকা মূলে বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২১/১১/২৩