প্রকাশিত,১৭, জুলাই,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
বেনাপোল পৌরসভা নির্বাচন ভাট গ্রহন হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। উপজেলা নির্বাচন অফিসার জানায়, নির্বাচন সুষ্ঠ ও শ্বান্তিপূর্ণ ভাবে সম্পন করতে ১২ জন নির্বাহী ম্যাজিষ্টেস সহ স্ট্রাকিং ফোর্স মোতায়ন করা হয়।
দীর্ঘ ১২ বছর পর আজ বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
দু একটি কেন্দ্র বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারর নির্বাচন মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
বেনাপোল পৌর সভার ভোটার সংখ্যা ৩০ হাজার ৩ শত ৮৫ জন। ৯ টি ওযার্ডের ১২ টি কেন্দ্রে ভোট গ্রহন চলে ইভিএম এ। ইভিএম এ ধীর গতিতে ভোট গ্রহন চলে বলে অভিযাগ করেন ভোটার ও কয়ক জন প্রার্থীরা। ইভিএম এ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে বেনাপোল। ভোটার গতি প্রকৃতি দেখতে প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়। যা ঢাকা থেকে পর্যবেক্ষন করেন নির্বাচন কমিশন।
শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠ ভাবে নির্বাচন হয়। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল কিছু সময় ইভিএম এ ভাট গ্রহন ধীরগতি থাকলেও পরে অনেকটা স্বাভাবিক হয়।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৭/৭/২৩
আপনার মতামত লিখুন :