আসিত, ০২,জুন, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
ঢাকার খিলগাঁও থানার ঐতিহ্যবাহী নাজমুল হক কামিল মাদ্রাসার দাখিল ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বুনিয়ান ২০০১’ এর উদ্যোগে গত ৩১ মে ২০২৪ রোজ শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত আনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন ছাত্র-শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করেন মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. এমরানুল হক, উপাধ্যক্ষ মাওলানা শেখ লোকমান হোসাইন, প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, দেশে অবস্থানরত ‘বুনিয়ান ২০০১’ এর সদস্যবৃন্দ এবং মাদ্রাসার বর্তমান কিছু ছাত্র ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
দীর্ঘ প্রায় দুই যুগ পর এক অপরকে কাছে পেয়ে ছাত্র-শিক্ষক সহ সকলেই আবগ তাড়িত হয়ে পরেন। সবাই যেন ফিরে যান স্মৃতির পাতায়, হারিয়ে যাওয়া ক্লাসের সেই বন্ধুদের সাথে খুনসুটি, শিক্ষকদের হৃদয় নিংড়ানো, স্নেহমাখা শাসন ও ভালোবাসায়।
স্মৃতিচারণমূলক আনন্দমুখর আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মাওলানা মাহমুদুল হাসান, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন ছাত্র ও ‘বুনিয়ন ২০০১’ এর আহবায়ক নিয়াজ মাখদুম শিবলী। ‘বুনিয়ান ২০০১’ এর পক্ষ থেকে নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠানের সঞ্চালক হাফিজুর রহমান হাদী ২১ দফা প্রস্তাবনা তুলে ধরেন। যুগোপযোগী যোগ্য আলেম তৈরি, দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন পেশায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবদান রাখার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার আহবান জানানো হয়।
এসময় প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষক, সাবেক শিক্ষক মণ্ডলী, কর্মচারি এবং প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম নাজমুল হক, প্রয়াত অধ্যক্ষ মাওলানা শামসুল হক কাসেমী (র.) এবং প্রায়ত উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান (র.) এর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :