প্রকাশিত,১০, অক্টোবর,২০২৩
স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পাকিস্তান।
আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ৩৪৪ রানের বড় সংগ্রহ দাড় করায় শ্রীলঙ্কা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমাম উল হক ও বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
সেই সাথে ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো ‘মেন ইন গ্রিনরা’।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে পাকিস্তান। এরপর দলের হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান।
আপনার মতামত লিখুন :