প্রকাশিত,২০, ডিসেম্বর,২০২১
অনলাইন ডেস্ক ঃ
নির্বাচন কমিশন, ইসি গঠনে আজ সোমবার, ২০ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকাল ৪টায় বঙ্গভবনে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে দিয়ে ধারাবাহিক সংলাপের আনুষ্ঠানিক যাত্রা হতে যাচ্ছে। নতুন কমিশন গঠনে সংবিধানে আইন তৈরির কথা থাকলেও তা হয়নি এতদিনে। ফলে গত দুই মেয়াদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সার্চ কমিটি গঠন করে দিচ্ছেন রাষ্ট্রপতি।
সংলাপের মাধ্যমে সম্ভাব্য ব্যক্তিদের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, তিনি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার, সিইসিসহ অন্য কমিশনারদের নিয়োগ দিয়ে আসছেন। বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
সেজন্য এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি। প্রথমেই সংসদের বিরোধী দল জাপার সঙ্গে আলোচনা করবেন তিনি। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত পর্যায়ক্রমে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন রাষ্ট্রপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোমা মহামারির কারণে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের এই ভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে সংলাপে অংশ নেয়ার শর্ত থাকছে।
সেভাবেই জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল কাল যাচ্ছেন বঙ্গবভনে। এ তথ্য নিশ্চিত করে দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ জানান, সোমবার বিকাল ৪টায় বঙ্গবভনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে যাচ্ছেন
তাদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তবে তারা সেখানে কি কি বিষয়ে কথা বলবেন বা কোনো প্রস্তাব দেবেন কি-না অথবা দিলেও তার বিষয়বস্তু নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি। জানা গেছে, এখনো সবগুলো দলের সঙ্গে সংলাপের সূচি চূড়ান্ত হয়নি। তবে বুধবার, ২২ ডিসেম্বর জাসদের (ইনু) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। তিনি বলেন, গেলোবার ২০ জনের বেশি প্রতিনিধি সংলাপে অংশ নিতে পারলেও এবার সেটা সম্ভব হচ্ছে না। সর্বোচ্চ কতজন নিয়ে বঙ্গভবনে আসা যাবে, তা চিঠিতে দলগুলোকে জানিয়ে দেয়া হবে।
এবার আইন করে ইসি গঠনের ওপর জোর দাবি জানিয়ে আসছে বিরোধী দলসহ বিভিন্ন সংগঠন। কিন্তু সরকারের তরফে বলা হচ্ছে, এখন যে সময় হাতে আছে তাতে সেটি সম্ভব হবে না। এ জন্য আগের নিয়মে এগুচ্ছে সরকার।
আপনার মতামত লিখুন :