বিজয় সন্মাননা পেলেন মঞ্জুর হোসেন ঈসা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৭, ৮:৫০ অপরাহ্ন /
বিজয় সন্মাননা পেলেন মঞ্জুর হোসেন ঈসা ।

প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ

২০২৩ বিজয় সন্মাননা পেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা। ১৬ ডিসেম্বর ২০২৩ বিকেলে কচিকাঁচা ভবনে স্বপ্ন সৃষ্টি সংগঠন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মাজাহার ইসলাম খোকন ও প্রাকৃতজ শামীম রুমি টিটন এবং জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম পুরস্কার তুলে দেন।

সংগঠন এর সভাপতি লায়ন শাহাব উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এডভোকেট ইয়াসিন চৌধুরী, রোটারিয়ান রুবী,জাভেদ মো.নাছিম,এস এম শফি, আর কে রিপন,আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
মো.মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিজয়ের ৫২ বছরে যাঁদের জন্য পেলাম বিজয় ও মহান স্বাধীনতা তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তিঁনি তার পুরস্কার তাঁর মা ছায়েরা বেগম কে উৎস্বর্গ করে বলেন,যার জন্য পৃথিবী এসেছি বিজয় দেখেছি,মানবিক মানুষ হিসাবে পরিচিতি পেয়েছি সেই প্রাপ্তির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমার মায়ের আর্দশ লালন করে আমার পথ চলা।