প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাংবাদিকদের সংগঠন "বিজয়নগর প্রেস ক্লাব"। বিজয়নগর উপজেলায় বিজয়নগর প্রেসক্লাব এর(৭ম)নতুন কার্যকরী কমিটির গঠন করা করা হয়েছে আজ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিজয়নগর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় দৈনিক দেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও সোনার বাংলা ৭১.কম এর সম্পাদক ও প্রকাশক, মেহেদী হাসান মিলন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় দৈনিক বাংলার দূত এর বিশেষ প্রতিনিধি কাজী আশিকুর রহমান।
বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে বিজয়নগর প্রেসক্লাবে সকল দাতা সদস্য,উপজেলার গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং উপজেলা ও জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতে বিজয়নগর প্রেসক্লাবের গঠনতন্ত্র নীতিমালা অনু-৬,ধারা-১ ৬.১(ক) ও ৬.১(খ) অনু-৬,ধারা-২ ৬.২(ক) এর সর্ব সম্মতিক্রমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মোহাম্মদ মাসুকুর রহমান ভূঁইয়া(দৈনিক স্বাধীন সংবাদ) সহ সাধারণ সম্পাদক সোনার বাংলা৭১ এর বিশেষ প্রতিনিধি বাছির আহম্মেদ,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-হৃদয়(দৈনিক রোদ্র বাংলা)বিজয়নগর প্রতিনিধি,দপ্তর সম্পাদক মোশারফ হোসেন(দৈনিক কালের ছবি)বিজয়নগর প্রতিনিধি ও ,কার্যকরী সদস্য নুর মোহাম্মদ খান জবস টিভির বিশেষ প্রতিনিধি।নব-নির্বাচিত কমিটি আগামী ২ বছর বিজয়নগর প্রেসক্লাবের কার্যকরী কমিটির দায়িত্ব পালন করবে।