বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-৩১, ১:৩৫ অপরাহ্ন /
বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন।

প্রকাশিত,৩১,ডিসেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিগত সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। রাজধানীর রমনা থানার মামলা নং ১৭(২)১৮ হতে তাকে গত ২৯/১২/২০২৪ তারিখে অব্যাহতি দেন বিচারিক আদালত। 

উক্ত মামলায় অব্যাহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। 

এদিকে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পাওয়ায় গোপালগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।