বিএনপি নেতা তানভীর হুদার ফুফুর ইন্তেকাল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৭, ৯:৫৪ অপরাহ্ন /
বিএনপি নেতা তানভীর হুদার ফুফুর ইন্তেকাল।

প্রকাশিত,০৭,জানুয়ারি

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) 

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার বড় বোন ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা’র ফুফু মোসাম্মৎ জাকিয়া খাতুন মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার বাংলাদেশ সময় আমেরিকার নিউ ইয়র্কের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিসার মধ্যে ছিলেন তিনি। 

তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুর কান্দি। তার স্বামী মৃত মাওলানা দেলোয়ার হোসেন এবং ১ ছেলে মোহাম্মদ মহসিন এবং ১ মেয়ে মরিয়ম মুন নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। 

এক শোকবার্তায় সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।