প্রকাশিত, ০৫, নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব। আজ রবিবার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।
সকালে বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দফতরে আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :