প্রকাশিত,০৪, নভেম্বর,২০২৩
মাসুদ রানা,বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
"সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নূরি তাসনিম উর্মির সভাপতিত্বে এসময় উপস্থিতি ছিলেন যুব উন্নায়ন কর্মকর্তা হযরত আলী, পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম,পল্লী উন্নায়নের সহকারী কর্মকর্তা বদিউজ্জামান,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা,সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের প্রভাষক ভজন কুমার বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সবায় অফিসার রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
মাসুদ রানা
বাসাইল টাঙ্গাইল
০৪.১১.২০২৩