প্রকাশিত,০১,জুন, ২০২৪
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার সকালে র্যালির আয়োজন করা হয়। জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) বাসাইল উপজেলার উদ্যোগে আয়োজিত এই র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) বাসাইল উপজেলা শাখার সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া হোসেন, মেডিকেল অফিসার ফিরোজ মাহমুদ খান, ডা. আতিকুর রহমান, ডা. নাহিদ খানসহ অন্যরা।
মাসুদ রানা
বাসাইল টাঙ্গাইল
০১.০৬.২০২৪
আপনার মতামত লিখুন :