বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২৯, ৫:২৫ অপরাহ্ন /
বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

প্রকাশিত,২৯, অক্টোবর,২০২৩

মাসুদ রানা,বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে দুই হাজার ছয়শ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাহাদত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম উর্মি,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সহ প্রমুখ ।

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব চাষিদের ১ কেজি সরিষার বীজ,২ কেজি ভুট্টা,১ কেজি গম, ১ কেজি মসুরা, ১ কেজি খেসারি, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

মাসুদ রানা
বাসাইল টাঙ্গাইল
২৯.১০.২০২৩