বাসাইলে নিষিদ্ধ জাল পুরিয়ে দিল উপজেলা প্রশাসন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৫, ৪:৩৭ অপরাহ্ন /
বাসাইলে নিষিদ্ধ জাল পুরিয়ে দিল উপজেলা প্রশাসন।

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২৩

মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জাল যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ১১টি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাসুদ রানা
টাঙ্গাইল
০৫-০৯-২০২৩