বান্দরবান পৌরসভার আবারো নৌকার চূড়ান্ত মাঝি মোহাম্মদ ইসলাম বেবী


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০১-১৩, ৬:২৫ অপরাহ্ন / ১২
বান্দরবান পৌরসভার আবারো নৌকার চূড়ান্ত মাঝি মোহাম্মদ ইসলাম বেবী

প্রকাশিত, ১৩ জানুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবান

বান্দরবান পৌরসভা নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাজনীতিবিদ বর্তমান মেয়র , মোহাম্মদ ইসলাম বেবী।

সূত্রে জানা গেছে ১৩ই জানুয়ারি ২০২১ (বুধবার) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় ‌। ওই সভায় বান্দরবান পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

এই প্রসঙ্গে জনাব ইসলাম বেবী বলেন দলীয় মনোনয়ন দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, বান্দরবান পৌরসভা নির্বাচন আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হবে।