প্রকাশিত, ০৯-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে চা শিল্পে সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে বান্দরবান আঞ্চলিক চা বোর্ডের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় জেলা প্রশাসক মো.দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি,পিএসসি অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেনসহ বান্দরবান চা বোর্ডের কর্মকর্তা, চা চাষী ও চা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম (এনডিসি, পিএসসি) বলেন, বান্দরবানে দিন দিন চা চাষ বৃদ্ধি পাচ্ছে। চা চাষীদের কল্যাণে বাংলাদেশ চা বোর্ড কাজ করছে। এসময় তিনি আরো বলেন,বান্দরবানে চায়ের একদিন সুদিন আসবে এবং বান্দরবানের চা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হবে।
এসময় প্রধান অতিথি সবাইকে অন্যান্য ফসলের পাশাপাশি সাথী ফসল হিসেবে চা চাষে উদ্ধুদ্ধ হতে আহবান জানান।
আপনার মতামত লিখুন :