প্রকাশিত,১৪,ডিসেম্বর
জাকির হোসেন, বানারীপাড়া ( বরিশাল) প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়া থানার বাৎসরিক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সকল কর্মকাণ্ড পরিদর্শনে আসেন বরিশালের সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক। তার আগমনে বানারীপাড়া থানাকে সুসজ্জিত করা হয়। বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া থানা চত্বরে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজসহ বিভিন্ন প্রটোকলের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুলের শুভেচ্ছায় সিক্ত হন সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক। কুচকাওয়াজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বানারীপাড়া থানার সাহসী ও সুযোগ্য থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা। কুচকাওয়াজে এ সময় অংশগ্রহণ করেন বানারীপাড়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সালাম ও কুচকাওয়াজের পর অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে কুশল এবং সালাম বিনিময় করেন। বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হকের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায় উপস্থিত সকল সদস্য ও উপস্থিত সাধারণ মানুষজন। বিসি এস প্রাপ্ত (পুলিশ) প্রশাসনের ক্যাডার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে নিজ কর্ম দক্ষতা ও সততায় বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে মোঃ নিজামুল হক নিজেকে রেখেছেন সততার উচ্চ স্তম্ভে। সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন দেশকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলের আন্তরিকতা সহিত কাজ করতে হবে। প্রতিটি উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তিপ্রিয়তা বজায় রাখতে আমাদের সকল ঐক্যবদ্ধ চেষ্টায় এর বাস্তবতার ফল হবে। তিনি বলেন যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। স্বাধীন দেশের স্বাধীন স্বাদ প্রত্যেকে নাগরিক পাবে তিনি এ আশা ব্যক্ত করেন। বানারীপাড়া থানার চৌকস পুলিশ অফিসার থানা ইনচার্জ মোঃ মোস্তফা ইতিপূর্বেই নিজ দক্ষতা যোগ্যতা ও সাহসী ভূমিকায় বানারীপাড়ায় অনেক সাজা প্রাপ্ত আসামি, মাদকের বেশ কয়েকটি বড় চালান মাদক কারবারী সহ অনেক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার সততা ও ন্যায়পরায়নতা ইতিমধ্যেই বানারীপাড়াবাসীকে মুগ্ধ করেছে। তিনি বলেন আপনাদের সকলের সহযোগীতা পেলে আমার অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক স্যারের দিকনির্দেশনায় আমি বানারীপাড়াবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করব।
আপনার মতামত লিখুন :