বানারীপাড়া ডিগ্রি কলেজ এইচ এস সির ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জণ, সফল অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৮, ১১:০৮ অপরাহ্ন /
বানারীপাড়া ডিগ্রি কলেজ এইচ এস সির  ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জণ, সফল অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ।

প্রকাশিত,২৮, নভেম্বর,২০২৩

জাকির হোসেন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জণ করেছে। সন্তানরা
ভাল ফলাফল করায় অভিভাবক হিসেবে বানারীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে সন্তানদের নিয়ে আর্শিবাদ ও সৌজন্য সাক্ষাৎ করতে যান কীর্তি শিক্ষার্থীর অভিভাবক ও বাবা গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার। তিনি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম সহ সকল শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঐ সময় কলেজ অধ্যক্ষ কৃতি শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বিভিন্ন শ্রেনী পরিদর্শন করান।

সে সময় বানারীপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার আদর্শবান শিক্ষক হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন। উল্লেখ্য এ বছর এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩,বানিজ্য বিভাগে ১০ ও মানবিক বিভাগে ৫৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জণ করেছে। ২১৬জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬জন জিপিএ-৫ ও ১১৮ শিক্ষার্থী এ গ্রেডসহ শতভাগ পাশ করেছে। কলেজের এ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিংবডির সদস্যরা। এদিকে কলেজের গভর্নিংবডির সভাপতি আনিসুর রহমান ও অধ্যক্ষ আফরোজা বেগম কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে ধারাবাহিক সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেছেন।