বানারীপাড়ায় হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শ্রেণী কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০২, ৮:৫১ অপরাহ্ন /
বানারীপাড়ায় হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শ্রেণী কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রকাশিত,০২,জানুয়ারি

জাকির হোসেন, বানারীপাড়া বরিশাল প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ায় হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শ্রেণী কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এলাকাও দূর দুরন্ত  থেকে আগত শিক্ষার্থদেরকে কোরআনের পাখি বানাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর গ্রামের ছাইদুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। আমেরিকা প্রবাসী জনাব কবিরুল আলম তার মায়ের নামে হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। উদ্বোধনী শ্রেণী কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক,শিক্ষার্থী, সুধী ও এলাকাবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এবং সেই মাদ্রাসার সার্বিক বিষয়ে তুলে ধরেন মাদ্রাসার পরিচালক ও মালিকপক্ষ বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার। এ সময় অন্যানের মধ্যে বক্তৃতা করেন শাহ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ নুরুল হোসেন তালুকদার, ছাইদুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জাতীয় ওলামা মাসায়েক আইএম্মেমা পরিষদ বানারীপাড়া উপজেলা শাখার সদস সচিব মাওলানা নাসির উদ্দিন। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ  সিয়াম। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সোবাহান তালুকদার, তামিম তালুকদার, শাহিল তালুকদার প্রমুখ। বক্তায় বক্তারা বলেন আমরা শিক্ষার্থীদের ড্রেস, ঈদে কোরবানিতে যাতে তারা ছুটিতে বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের নিয়ে সুন্দরভাবে ঈদ কিংবা কোরবানি উদযাপন করতে পারে তার ব্যবস্থা করে দিব। আমরা চেষ্টা করব আমাদের মাদ্রাসাটি থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা দিতে। তারা আরো বলেন এখানে কোন এক সময় একটি মাদ্রাসা ছিল। সেটি আস্তে আস্তে প্রাথমিক বিদ্যালয় রূপ নেয়। আমরা চাচ্ছি এলাকায় একটি সুন্দর মাদ্রাসা হোক, ভালো হাফেজ বের হউক, আমাদের এই মাদ্রাসার সুনাম সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক আমরা তার জন্য যথেষ্ট চেষ্টা করব। মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন