প্রকাশিত,০১,মে,২০২৪
জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
১লা মে, শ্রমিকদের দাবী আদায়ের দিন। এই দিনে শ্রদ্ধাভরে স্মরন করে ঐ সকল শহীদ ও আন্দোলনে অংশ্রগ্রহনকারী শ্রমিকদের যারা শ্রমিকদের ০৮ ঘন্টা কর্ম দিবস ও ন্যায্য মজুরি আদায়ে অগ্রনী ভুমিকা পালন করেছে তাদের স্মরনে বানারীপাড়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাটের নেতৃত্বে
১লা মে সকাল সাড়ে ৮ ঘটিকায় বানারীপাড়া জাতীয়তাবাদী দল বি এন পির কার্যালয় হতে মে দিবসের র্যালী শুরু হয়ে বানারীপাড়া বন্দর বাজার প্রদক্ষিন শেষে পুরাতন মাহিন্দ্রা স্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সেখানে উপস্থিত থেকে বত্তৃতা করেন বানারীপাড়া উপজেলা বি এন পির সদস্য সচিব রিয়াজ মৃধা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বি এন পির সদস্য সচিব হাবীবুর রহমান জুয়েল, উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক জাহাঙ্গির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সান্টু ডাকুয়া, পৌর বি এন পির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মল্লিক, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জকু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শ্রমিক নেতা শাহজাহান ফকির, বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্বের বিষয় আলোচনা করেন। বক্তারা আরো বলেন শ্রমিকের ন্যায়্য দাবী আদায়ের লক্ষে তারা সর্বদা শ্রমিকদের পাশে থেকে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।