বানারীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে  প্রস্তুতি সভা ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৬, ১০:৫৪ অপরাহ্ন /
বানারীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে  প্রস্তুতি সভা ।

প্রকাশিত,২৬,সেপ্টেম্বর

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ায় আগামী ৮ অক্টোবর আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় বানারীপাড়া উপজেলা, পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন  কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব অন্তরা হালদারের সভাপতিত্বে বক্তারা আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য দল মত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। আলোচনা সভায় বানারীপাড়া থানা বিএনপি ও অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামি, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বলেন আমরা একই সমাজের মানুষ একে অপরের সাথে মিলে মিশে থাকব এবং যার যার ধর্মীয় অুনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে সহযোগিতা করবো। বক্তারা আরো বলেন সনাতন ধর্মাবলম্বীরা যাহাতে পূজা উদযাপনে কোনো বাঁধার সম্মুখীন না হন সেজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি  দলগুলোর নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসতাসিন রহমান অনিদ্র,  বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ  মাইনুল ইসলাম, থানা বিএনপি’র সদস্য সচিব ও বরিশাল জেলা বিএনপির সদস্য  রিয়াজ আহমেদ মৃধা, থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,  উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শীহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ও সাংবাদিক মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী আমির মোঃ কাওসার হোসেন, উপজেলা পূজা  উদযাপন  কমিটির সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক গৌতম সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন বনিক, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বিবেকানন্দ কুন্ডু, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়াল, সৈয়দ কাঠি পূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্তি বিশ্বাস  সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গসংগনের নেতৃবৃন্দ।