বানারীপাড়ায় বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট, আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১৩, ১১:৪৮ অপরাহ্ন /
বানারীপাড়ায় বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট,  আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ।

প্রকাশিত,১৩,সেপ্টেম্বর

বানারীপাড়া প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কমল মিস্ত্রি। জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের নীল কান্ত মিস্তিরির ছেলে কমল মিস্ত্রি ও আবদুল গনির ছেলে সাইদুল ইসলাম প্রতিবেশী এবং তারা পাশাপাশি ঘরের বাসিন্দা। দীর্ঘদিন যাবত বিবাদী সাইদুল ইসলামের সাথে জমিজমা নিয়ে মোকাম বরিশাল বানারীপাড়া বিজ্ঞ সহকারী জজ আদালতে দেং মোং নং- ১৮/২০২০(বানারীপাড়া) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এরই ধারাবাহিকতায় ১১সেপ্টেম্বর বুধবার সকালে কমল ও তার পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে সাইদুল ইসলাম সহ ৭/৮ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে কমলের উত্তরের পোতার বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট করে নিয়ে যায়। পরে এ সংবাদ পেয়ে কমল ওই দিন সকাল ৯ টার সময়ে বাড়িতে এসে দেখতে পান তার ঘরের পোতা খালি পরে আছে। এবিষয়ে কমল সাইদুলের কাছে জানতে চাইলে সে বলে তোমার ঘর পরিতে উঠাইয়া নিয়ে গেছে এছাড়াও কমলকে হুমকি ধামকি দেয় সাইদুল। এমন ঘটনার সংবাদ পেয়ে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে সাইদুল ইসলামকে বাসায় পাওয়া যায়নি। তবে সাইদুলের স্ত্রী জানান ওই ঘরের জায়গা তাদের সম্পত্তি, আদালতের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।