বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২২, ১২:১১ পূর্বাহ্ন /
বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন।

প্রকাশিত, ২১,মে,২০২৪

জাকির হোসেন, বানারীপাড়া( বরিশাল) প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের ২ নং ওয়ার্ডের রিকসাস্টান্ড (পুরাতন মধুচাক) সংলগ্ন সিনামাহল রোডের পাশে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০ ঘটিকায় বানারীপাড়া বাজার মসজিদের ইমাম এবং ঈসা বিন নূর ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মাওলানা মুফতি মোঃ নূরে নূহু হুজুরের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নুরুল হুদা তালুকদারের উড়োজাহাজ মার্কার নির্বাচনী প্রচার প্রচারনা শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খোরশেদ আলম সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ড, যুবলীগ নেতা ফারুক ঘরামী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম বেল্লাল, যুবলীগ নেতা দুলাল তালুকদার, পৌর কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন প্রমুখ। উদ্বোধন শেষে বৃক্ষ রোপন কর্মসূচির পর বন্দর বাজারের হ্যান্ডবিল বিতরন করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা তালুকদার ও তার সমর্থক নেতা কর্মীরা।