বানারীপাড়ায় ইফতার পরবর্তী সময়ে আকস্মিক চুরি সংগঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১১, ১০:২২ অপরাহ্ন /
বানারীপাড়ায় ইফতার পরবর্তী সময়ে আকস্মিক চুরি সংগঠিত।

প্রকাশিত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় আকস্মিক চুরি সংগঠিত হওয়ার সংবাদ পাওয়া গেছে।গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ মোঃ কালামের তিনতলা ভবনে সিঙ্গাপুর প্রবাসী মোঃ মনির হোসেনের ভাড়া বাসায় এবং পার্শ্ববর্তী মোঃ হাবিব খানের ভবনের একটি ফ্লাট বাসায় চুরি সংগঠিত হয়েছে। প্রবাসী মনির হোসেন জানান তার মা ইফতারির পূর্বে তার মামার বাসায় ইফতারি করতে যান এবং ৩০ মিনিট পরে  ফিরে এসে দেখেন আলমারি ভেঙে চোরেরা নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।এছাড়াও একই সময়ে পার্শ্ববর্তী মোঃ হাবিব খানের ভবনের এক ভাড়াটিয়ার বাসা থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা বিষয়টি বানারীপাড়া থানা পুলিশকে অবহিত করলে চুরি সংগঠিত হওয়া ভবনে পুলিশ উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজসহ কোনো প্রমান না পাওয়ায় প্রাথমিক কোনো পদক্ষেপ নিতে পারেনি।এছাড়াও পৌরসভার ওয়ার্ডগুলোয় বসবাসরত কয়েকজন সাধারন জনতা জানান যে, বিভিন্ন সময় পৌরসভায় কিছু বিচ্ছিন্ন চুরি সংগঠিত হয়েই চলছে।