প্রকাশিত,৫,জানুয়ারি
জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদের আগুন সন্ত্রাস মামলায় ১১ বছর পর খালাস পেয়েছেন বিএনপির প্রবীণ নেতা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার)সহ আরও ৮ জন নেতাকর্মী। ২০১৪ সালের আওয়ামী লীগ সাজানো মামলায় আসামী ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার), পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহাম্মদ তালুকদার, উপজেলা জামায়েত ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর মাঝি সহ আরও বেশকিছু নেতাকর্মী।২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সাজানো নির্বাচনের বিরুদ্ধে বি এন পি প্রতিবাদ জানালে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১১ বছর সেই মামলা চলমান থেকে এবার খালাস পেয়েছেন নেতৃবৃন্দ। এই মামলা প্রসঙ্গে বিএনপি নেতা মাহবুব মাস্টার জানান, ‘গত ১৭ বছরে অসংখ্য মিথ্যা মামলার আসামী হয়েছি, তবে কখনো বিএনপিকে ছাড়িনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে দলকে আঁকড়ে ধরে অসংখ্য নেতাকর্মী তৈরি করেছি। যারা দলের দুর্দিনে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুদ্ধ করে মামলা হামলার শিকার হয়েও যারা বিএনপির ত্যাগ করেনি তারাই পরীক্ষিত কর্মীর স্থান অর্জন করেছে।
মামলা থেকে খালাস পেয়ে নেতা কর্মীদের অনুভূতি জানতে চাইলে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের সাথে বলেন , তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এবং বরিশাল-২ আসনের একমাত্র প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু-এর হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে রাজি আছেন।
আপনার মতামত লিখুন :