প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৪
মারুফ সরকার স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ সদর উপজেলার সাহাপুর গ্রামের মো: আবদুস সাত্তার। ছেলের বউদের নিয়ে একা থাকেন বাড়িতে। এই সুযোগে কিছু দুষ্কৃতিকারীরা গত শনিবার রাতে বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে ৫০০০০ টাকা দাবি করে। অসহায় আব্দুল সাত্তার নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেন।
আসলে এগুলো কোন সিনেমার কাহিনী না। বাস্তবে ঘটেছে এমন ঘটনা। শনিবার দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নওগাঁ মডেল সদর থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো: আবদুস সাত্তার জানান, শনিবার দিবাগত রাতে পাপু নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় । অকথ্য ভাষায় গালাগালি করে। আমার বাসা বিদ্যুতের মিটার ভেঙ্গে ফেলেছে। অস্ত্র দিয়ে দরজা ভাঙ্গা চেষ্টা করেছে। আমাদের হতার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ইট পাটকেল মেরেছে। পরে সেগুলো আমাদের গায়ে না লেগে আমাদের জানালা লেগে জানালা ভেঙ্গে ফেলেছে । পরে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিতে নাইলে আমাদের জানে মেরে ফেলবে। আমরা তারপরে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ এনে তারপরে ঘর থেকে বের হয়েছি। আমি আমার দুই ছেলের বউ নিয়ে একা বাসায় বসবাস করি। আমি এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার দাবি করি।
এ ব্যাপারে পাপুর সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গিয়েছে।