বাঙ্গরায় প্রানীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৮, ১০:১৪ অপরাহ্ন /
বাঙ্গরায় প্রানীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

প্রকাশিত,ডিসেম্বর,২০২৩

মুরাদনগর(কুমিল্লা):

কুমিল্লার মুরাদনগরে দি একমি ল্যাবরেটরী লিমিটেডের উদ্যেগে প্রানী সম্পদের স্ব্যাস্থ সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা সিঙ্গাপুর হোটেলে ৩০জন পল্লী চিকিৎসকদেরকে নিয়ে ওই সেমিনার অনুষ্ঠত হয়।

মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কোম্পানীর ডিভিএম ডাঃ মশিউল আলম। প্রধান অতিথির বক্তব্য তিনি গবাদিপশুর লাম্পিস্কিন, জ্বর, শ্বাসকষ্ট, অরুচি, পাতলা পায়খানা, ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলোর বিষয়ে বিষদ আলোচনা করেন।

এরিয়াম্যানেজার হাবিবুর রহমান মোরাপাস, জিলিয়ান ভেট ও ভাইটাল এ্যামাইনো ফোর্ট খাওয়ানোর এবং জীবানু নাশক টিম এক দিয়ে খামারে স্প্রে করার পরামর্শ দেন। আকাশ মোদক এর সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, ব্র্যাকের এ/আই এসপি মোঃ রুহুল আমীন, তিনি খামার ব্যবস্থাপনার পাশাপাশি রেজিষ্টার্ড ভোক্ত কোম্পানি তথা একমির ঔষধ ব্যবহারের পরামর্শ দেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ/আই টেকনেশিয়ান মোঃ সাদেকুর রহমান, জুয়েলরানা, রাকিবুল হাসান, সহিদ মিয়া, মোমেন, খাইরুল , সুমন, আল আমীন সহ আরো অনেকে।