বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল  বন্দর পরিদর্শন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-১৯, ১:১২ পূর্বাহ্ন /
বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল  বন্দর পরিদর্শন।

প্রকাশিত,১৯,অক্টোবর

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি::

বানিজ্য সম্প্রসারনের লক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ  স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান। এসময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) হারুনুর রশিদ।

শুক্রবার(১৮অক্টবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে বানিজ্যিক সংশিষ্টদের সাথে এ মত বিনিময় সভা করেন। 

বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) সজিব নাজিরের সভাপতিত্বে এ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী  নাজিব হাসান,  পোর্ট থানা ওসি রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন,  দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক  মোঃ মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের সভাপতি মতিয়ার রহমান, বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মামুন সিকদার ,ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি,  স্থলবন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক সহ বানিজ্যিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মী ও  গণমাধ্যম কর্মীরা। 

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারনর ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে নানান বাঁধা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহবান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীলের আশ্বাস দেন।

সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৮/১০/২৪