প্রকাশিত,৩০মে,২০২১
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীকে সভাপতি ও সাংবাদিক জসিম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়।
২৯ মে (শনিবার) বিকাল ৪ টার সময় উখিয়ার ঐতিহ্যবাহী নুর হোটেলে ৩য় তলায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম উপস্থিত থেকে কমিটি অনুমোদন দেয়।
এর আগে সামগ্রিক পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পরিবেশ বিজ্ঞানী এস. এম জুবায়ের আরফাত, জেলা সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সদর উপজেলা বাপার সভাপতি এনামুল হক, যুব বাপার কেন্দ্রীয় নেতা দেওয়ান নুরতাজ আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সাংবাদিক শহিদুল ইসলাম, ইমরান খান, মুক্তিযোদ্ধা জাফর আলম, মুক্তিযোদ্ধা আবু বক্কর, সিকান্দার আলী, অমূল্য চরণ বড়ুয়া, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ, কোর্টবাজার দোকান মালিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাসি মুখ ফাউন্ডেশনের মাহবুব কাউসার, আবুল হাশেম, নুরুল হক, বেলাল উদ্দিন, আনিসুল ইসলাম প্রমুখ।
উক্ত কমিটিকে দ্রততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন জেলা নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, সমুদ্র বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে জনমত গড়ে তুলতে সর্বস্থরের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে আহবান জানান।