প্রকাশিত,১৯,অক্টোবর
নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ময়মনসিংহ শাখা আয়োজিত (১৯,অক্টোবর) জেলা কার্যালয়ের হল রুমে সকাল ১১,টায় বার্ষিক সাধারণ সভা ও শাখা পরিষদের নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ, আবুল কাসেম, (আরজো) সাবেক সভাপতি (এফপিএবি,)বাংলাদেশ।
সভাপতিত্ব করেন অধ্যাপক, এ কে এম শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এফ পি এবি ময়মনসিংহ।
মাসুদ রানার সঞ্চালনায়
পরিবার পরিকল্পনা সমিতির ময়মনসিংহের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদা বেগম,পরিবার পরিকল্পনা সমিতির বাৎসরিক পরিকল্পনা সহ আয় ব্যয় সকলের কাছে তুলে ধরেন।
এ সময় নবগঠিত জেলা শাখা পরিষদের সভাপতি, কায়কোবাদ মাহমুদ, নবগঠিত পরিষদের সদস্যদের পরিচিতি ও বরণ করে নেন। আগামী দিনে পরিবার পরিকল্পনা সমিতি স্বাস্থ্য খাতকে জনগণের ধারগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।