বশেমুরবিপ্রবির এআইএস ডিপার্টমেন্টের নতুন সভাপতি ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৩, ১০:৩৯ অপরাহ্ন /
বশেমুরবিপ্রবির এআইএস ডিপার্টমেন্টের নতুন সভাপতি ।

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোঃ সোলাইমান হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান ও উপ-রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশটিতে আরো বলা হয়েছে বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান খাঁন এর স্হলাভিষিক্ত হিসেবে আগামি তিন বছরের জন্য উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।

বিভাগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে নতুন চেয়ারম্যান ড. মোঃ সোলাইমান হোসাইন বলেন,” আমি এই বিভাগের নতুন সভাপতি হিসেবে অবশ্যই চাই আমার সহকর্মী ও শিক্ষার্থীর সহযোগিতায় বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করতে, তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাত্ৰ পাঁচজন শিক্ষক নিয়ে ছয়টি ব্যাচকে সামলানো।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও আমার সহকর্মীদের সহযোগিতা পেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিভাগে একটি গবেষনাবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি”।