বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের নবঘোষিত জেলা কমিটি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-০২, ৭:২৩ অপরাহ্ন /
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের নবঘোষিত জেলা কমিটি।

প্রকাশিত,০২, আগস্ট,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ্ঃ

বুধবার ২আগষ্ঠ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নব-ঘোষিত সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারন সম্পাদক জুবায়ের রহমান ঝন্টু।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগষ্ঠ বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। সেই সাথে ১৯৭৫ সালের আগষ্ঠের কালো রাতে বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।এ সময় তারা জাতির জনকের সমাধির মন্তব্য বইয়ে সাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার সাবেক ছাত্র নেতা চৌধুরী রবিউজ্জামান টিটো, আওয়ামী নেতা ইনাম আহম্মেদ ইনাম, সভাপতি গোপালগঞ্জ শ্রমীক ইউনিয়ন বুলবুল আহমেদ, সাবেক নেতা এম,এম কাজল সহ প্রায় এক হাজার নেতা কর্মী।
গনমাধ্যম কর্মীদের সম্মুক্ষ্যে সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো বলেন, প্রথমে আমি বাংলদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমাকে সভাপতি করার জন্য। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী আমাকে যে আসনে ও গুরু দায়িত্ব প্রদান করেছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সেস্বাসেবক লীগের কাজই হবে বাংলাদেশ সরকারের নানাবিধি উন্নয়ন ধারা মানুষের দারে দারে পৌছানো, তিনি আরো বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামাত-বিএনপির নৈরাজ্যর বিরুদ্ধে আমরা রুখে দাড়াবো, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় এনে দেশ উন্নয়ন এর ধারা অব্যহত রাখবো।