শক্তিশালী ঝড় এগিয়ে আসায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্সে। সিয়ারান নামে ঝড়টির কারণে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়ের হুমকিতে রয়েছে প্রতিবেশী যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডও।
ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, বুধবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে ফ্রান্সের ফিনিস্টারে, কোটস-ডি’আর্মর এবং মাঞ্চে বিভাগে ঝড়ের লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি থাকবে। দুটি বিভাগে জারি থাকবে বন্যার সর্বোচ্চ সতর্কতাও।
গিরোন্ডে অঞ্চল থেকে উত্তর হাউটস ডি ফ্রান্স পর্যন্ত ফরাসি উপকূল বরাবর মোট ১৭টি বিভাগে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেটিও-ফ্রান্সের পূর্বাভাসদাতা ফ্রাঁসোয়া গৌরান্ড বলেছেন, সিয়ারান ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, বিশেষ করে উত্তর-পশ্চিমে ব্রিটানি এবং নরম্যান্ডির উপকূলে।
এসময় মাত্র ছয় ঘণ্টায় ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।
আপনার মতামত লিখুন :