ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-৩১, ৪:৩০ পূর্বাহ্ন / ২৬
ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে কালীগঞ্জে ইমাম পরিষদ ও হাজী কল্যাণ সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার শহরের মেইন বাসষ্টান্ড থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মেইন বাসষ্টান্ড জামে মসজিদের সন্মুখে মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, হাজী কল্যান সমিতির মাওঃ আবু তালেব ও ঈমাম পরিষদের মাওঃ খালেদ সাইফুল্লাহ মিরাজ প্রমুখ।

উপজেলা জামে মসজিদের খতিব রুহুল আমিন সৌরভের সঞ্চালনায় সমাবেশে বক্তাগন বলেন, দলমত বুঝিনা, ইসলামকে যারা অবমাননা করবে তাদের বিরুদ্ধেই রুখে দাড়াতে হবে। ফ্রান্সকে অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের ঘোষনা মোতাবেক ফ্রান্সকে বয়কট ও তাদের পন্য বর্জন করা হবে।