ফেনসিডিল ও ইজিবাইক সহ মাদক ও চুরা কারবারি আকবর আলী গ্রেফতার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-০৩, ৩:৪০ অপরাহ্ন / ১০
ফেনসিডিল ও ইজিবাইক সহ মাদক ও চুরা কারবারি আকবর আলী গ্রেফতার।

প্রকাশিত, 03/11/2020
যশোর জেলা প্রতিনিধি ঃ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাইশ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আকবর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে। সে শার্শা থানার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে বসতপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শার্শার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকবর আলী তার নিজস্ব ইজিবাইকে করে ফেনসিডিল এর একটি চালান নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে, এমন খবরে পুলিশের একটি চৌকস দল বসতপুর মাদ্রাসা মোড়ে অবস্থান নেয়।
আকবর আলী রাত আটটা নাগাদ বসতপুর মাদ্রাসা মোড়ে পৌছালে পুলিশ তার গাড়ীর গতি রোধ করে।

এসময় তার ইজিবাইক তল্লাশি করে ভেতর থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান ইজিবাইকটি জব্দ করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে যশোর কোর্টে পাঠানো হবে।