প্রকাশিত, ২৭-১১-২০২০
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
গতকাল (বুধবার) দিয়াগো ম্যারাডোনা বুয়েন্স এইরেসের তিগরিতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নতুন প্রজন্মের কাছে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার রাজসিক নৈপুণ্য অনুকরণীয় হয়ে থাকবে ।দক্ষ সংগঠক হিসেবে ম্যারাডোনা নিজ দেশ আর্জেন্টিনাকেও করেছেন জনপ্রিয় । তাঁর মৃত্যুতে ফুটবল ইতিহাসে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজেই পূরণ হবার নয়।
বিরোধীদলীয় নেতা প্রয়াত ফুটবলার দিয়াগো ম্যারাডোনার আত্নার শান্তি কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :