প্রকাশিত,১৪, অক্টোবর,২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মাবাদ উপজেলা ইমাম পরিষদের আয়োজনে পৌর মঞ্চ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজ বাদ বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে হাজার হাজার মুসুল্লি এ সমাবেশে যোগদান করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ কাইয়ুম সহ উপজেলার ওলামায়ে কেরামগন। বক্তারা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন ইসরাইলি গণহত্যা বন্ধ করা এবং ফিলিস্তিনিদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব রাখার দবি জানান। এর পাশাপাশি ইসরাইলের সকল পন্য বর্জন করা হয় সহ জাতীয় সংসদে শোক প্রস্তাব এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :