প্রকাশিত,২৮, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধঃ
প্রেসিডেন্ট পুলিশ পদক ২০২৪ বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছরের ন্যায় এ বছর পদক ভূষিত হলেন মোঃ ফেরদৌস আলম খান অফিসার ইনচার্জ গলাচিপা থানা।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে সে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর ৪০০ কর্মকর্তা ও সদস্যকে বিপিএম ও পিপিএম পদক সম্মানসূচক পদক পরিয়ে দিয়েছেন।এ ব্যাপারে ওসি মোঃ ফেরদৌস আলম খান জানান, “পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব সাইদুল ইসলাম পিপিএম-বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় মহিপুর ও গলাচিপা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দেশ ও মানুষের জন্য কাজ করতে পেরেছি, যার ফলে উপহার হিসেবে রাষ্ট্র আমাকে প্রেসিডেন্ট পুলিশ পদকে ভূষিত করেছে।আমি অনেক আনন্দিত ।
আপনার মতামত লিখুন :