প্রকাশিত,১৮, আগস্ট,২০২৩
চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ছেলেদের সাথে প্রতারণা করাই যে এই নারীর কাজ। নাম তার নুরজাহান আক্তার হলেও বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে করে দেশি ও প্রবাসী ছেলেদের সাথে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
বয়স ২৫ বছর। তার পেশা হচ্ছে প্রেমের সম্পর্ক করে অর্থ হাতিয়ে নেওয়াসহ উঠতি বয়সী মেয়ের চাকরি দেওয়ার নামে দেহ ব্যবসায় নামানো।প্রতারক নুরজাহান রূপের জাদুতে ভেলকি লাগিয়ে নি:স্ব করছে শত শত যুবকদেরকে। ছেলেদের সাথে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ই হলো তার মূল লক্ষ্য। উঠতি বয়সের মেয়েদের চাকরির প্রলোভনে দেহ ব্যবসায় নামানোর অভিযোগও করেন প্রতারনার শিকার ভুক্তভোগি অনেকেই।
টাকার বিনিময় নিজের দেহওকেও বিলিয়ে দেন। যার সমস্ত প্রমান এই প্রতিবেদকের হাতে সংরক্ষিত রয়েছে। প্রতারণা ও দেহব্যবসার সাথে জড়িত এই নারীর বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ দশানী। প্রথমে ফেসবুকে টার্গেট করে ছেলেদের ফ্রেন্ড রিকুয়েষ্ট দেয়। কিছু দিন আলাপচারিতার পর শুরু হয় সেক্সসুয়াল কথাবার্তা। প্রতারক নুরজাহান আক্তার বিয়ের প্রলোভন দেখিয়ে তার নগ্ন ছবির বিনিময়ে ছেলেদের ইমোশনাল করে বিভিন্ন প্রয়োজন আছে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার এক ভুক্তভোগী জানান নুরজাহান নামে এক প্রতারক নারী প্রেমের নামে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন নামে রেজিষ্ট্রেশন কৃত ১২ টি বিকাশ নাম্বারে ৫লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তার রুপে, মিষ্টি মিষ্টি কথায় আমি প্রেমে পড়ে যাই। সহজ-সরল ভাবে তাকে বিশ্বাস করে আমি আজ নিঃস্ব। ফেসবুকে মেসেঞ্জারে দিনরাত কথা বলত, আপত্তিকর ছবি আদান প্রদান করত। তার প্রতি মায়া সৃষ্টি করে প্রেমের নামে আমার নিকট থেকে বিভিন্ন প্রয়োজন দেখিয়ে বিকাশে টাকা নিতে থাকে। আমার সর্বোচ্চ লুটেপুটে নেয়ার পর সে আমাকে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে ব্লক মেরে রাখে।
তাকে যাচাই করার জন্য আমি আমার বন্ধু মহলে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরের কিছু বন্ধু দের নিকট তার ফেসবুক আইডির প্রোফাইল স্কিনশট টা দিলে তারাও ফেসবুকে বন্ধুত্ব করে। নুরজাহান তাদের সাথেও প্রেমের ফাঁদ পাততে চেষ্টা করে। জানতে পারি নুরজাহান বিভিন্ন নামে যেমন নীর হারা পাখি, ওমান, নুরজাহান, কথা আমি ভালোবাসি, রেখা আক্তার, শায়লা পারভীন, রিয়া আক্তার, এম টু এনালাইস, লাভনী রহমান, বর্ষা আক্তার, পিংকি, সহ ১০টি ফেসবুক আইডি ব্যবহার করে। এছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমু ও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় প্রতারক নুরজাহান শত শত ছেলেদের সাথে, প্রবাসীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বহু পরিবার কে ধবংস করেছে। বিভিন্ন মহলের দাবি দ্রুত এই নুরজাহান কে আইনের আওতায় এনে হাজারো নুরজাহান কে শিক্ষা দেওয়া হোক। ভবিষ্যতে কোনো নারী যেন এ কাজ করতে সাহস না পায়।
আপনার মতামত লিখুন :