প্রয়াত জননেতা এম আব্দুর রহিম-এঁর ৭ম মৃত্যুবার্ষিকীতে কলেজ ক্যাম্পাসে স্থাপিত ম্যুরালে পুষ্পর্ঘ্য অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৪, ৬:৩০ অপরাহ্ন /
প্রয়াত জননেতা এম আব্দুর রহিম-এঁর ৭ম মৃত্যুবার্ষিকীতে কলেজ ক্যাম্পাসে স্থাপিত ম্যুরালে পুষ্পর্ঘ্য অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২৩

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ রুবেল ইসলামঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিম-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ০৪ সেপ্টেম্বর‘২০২৩ খ্রি:, রোজ : সোমবার যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর-এর মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. এফ. এম নূরউল্লাহ স্যারের নেতৃত্বে অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় ডাঃ সৈয়দ নাদির হোসেন স্যার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ হতে কলেজ ক্যাম্পাসে স্থাপিত এম আব্দুর রহিম মহোদয়ের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়াও বাদ জোহর কলেজের কেন্দ্রিয় মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।