প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আবুল কাশেম স্যারের গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-২৭, ৯:০৮ অপরাহ্ন /
প্রবীণ রাজনীতিবিদ  অধ্যক্ষ আবুল কাশেম স্যারের গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল।

প্রকাশিত,

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার দত্তেরবাজারের মলমল গ্রামে বর্ষিয়ান, প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আবুল কাশেম স্যারের গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬, মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আত্মত্যাগী বীর সেনা নি বীর মুক্তিযোদ্ধা ও মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদ,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বহু শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের একাধিকবার সভাপতি, ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একাত্তরে আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতাকে অম্লান রাখতে বিএনপিকে ভূমিকা রাখতে হবে, সমাজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ,ও লুটেরাদের হাত থেকে নেতাদের সোচ্চার ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় গফরগাঁও ও পাগলা থানার,বিএনপি’র, রাজনৈতিক, ব্যবসায়ী, আলেম-ওলামা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।