প্রকাশিত,২৬, আগস্ট,২০২৩
নিজস্ব প্রতিনিধি ঃ
গত ২৪ শে আগস্ট বৃহস্পতিবার কয়েকটি জাতীয় প্রিন্ট পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুক আইডিতে প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ দুর্নীতি শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাচোল উপজেলা সদর ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বলেন ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত প্রকল্পের কাজগুলো ইউনিয়ন সদস্যদের ভাগ করে দেওয়া হয় এমনকি এই প্রকল্পের কাজগুলোর কমিটি করে প্রকল্প বরাদ্দকৃত করা হয়। ওয়ার্ডের প্রত্যেক প্রকল্পের সভাপতি থাকেন ইউনিয়ন পরিষদের স্ব-স্ব ওয়ার্ডের সদস্যগণ। আমি চেয়ারম্যান হিসাবে প্রকল্পগুলো ভাগ করে দি মাত্র। বিগত দিনে আমি বিভিন্ন সামাজিক দেশের ও দশের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ছিলাম এবং বর্তমানেও আছি। আমার অজান্তে কয়েকটি প্রিন্ট পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টাল গুলোতে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্ম ক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে নিয়ম মেনে এই প্রকল্পগুলো ভাগ করে দিয়েছি।
মোঃ শফিকুল ইসলাম।
চেয়ারম্যান,
৩নং নাচোল ইউনিয়ন পরিষদ
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
আপনার মতামত লিখুন :