প্রকাশিত সংবাদের প্রতিবাদ


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৯, ৭:২৮ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত, ২৯,মে,২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ:

গত কয়েকদিন আগে কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ” ভোলাহাটে মাদরাসায় নিয়ম বর্হিভূত নিয়োগ বন্ধের দাবি এলাকাবাসীর” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়৷ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

প্রকৃতপক্ষে, আলালপুর দারুল সুন্নাত দাখিল মাদরাসায় সকল নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে৷ সরকারি নিয়ম মেনে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভায় সকলের সম্মতিতে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক আকারে প্রচারের লক্ষ্যে জাতীয় দৈনিক পত্রিকা আমাদের নতুন সময়, আজকের বসুন্ধরা, স্থানীয় দৈনিক পত্রিকা চাঁপাই চিত্র, চাঁপাই দৃষ্টিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন নিয়োগ প্রত্যাশীরা।

বড়ই পরিতাপের বিষয় হলো, নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ মাদরাসার সাফল্য ও নিয়োগ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই এমন মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে কুচক্রী মহল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়৷

সুপারিন্টেন্ডেন্ট,
আলালপুর দারুল সুন্নাত দাখিল মাদরাসা,
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।